
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন শুরু: ২৩ নভেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষ: ০৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড শুরু:
জাবি ভর্তি পরীক্ষার তারিখ
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২১-৩১ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা
- ২০২২ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
- A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): উভয় পরীক্ষায় মত জিপিএ ৮.০০ এবং এসএসসি তে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৭৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।
- জি.সি.ই. ২০২০ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২৪ অথবা ২০২৫ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর ০ লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড/সমমান ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।
- A লেভেল শিক্ষার্থীদের জন্য:
- A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- B ইউনিটের ক্ষেত্রে: ইংরেজিতে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- C ইউনিটের ক্ষেত্রে: ইংরেজিতে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।
জাবি ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
- A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বর।
- B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ এবং যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।
- C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)): বাংলা ২০, ইংরেজি ২০ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।
- c1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ):বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।
- D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) : বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪ এবং জীববিজ্ঞান-৪৪ (উদ্ভিদবিজ্ঞান-২২, প্রাণিবিদ্যা-২২) নম্বর।
- E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):
ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাব বিজ্ঞান ২০ এবং ব্যবস্থাপনা ২০ নম্বর।
বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ও এনালিটিকালি এবিলিটি ২০, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০ নম্বর। - ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: বাংলা ০৫, ইংরেজি ৩০, Mathematical aptitude and IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর।
ভর্তি পরীক্ষার নিয়মাবলী:
১। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।
২। ভর্তি পরীক্ষার নম্বর ও সময় : সকল ইউনিটে পরীক্ষা ৮০ নম্বরে MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
৩। সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৪৫%।
৪। ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR শিট (উত্তরপত্র)-এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে।
৫। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা “ইংরেজি” নির্বাচন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
৬। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে।
আবেদনের ওয়েবসাইটঃ ju-admission.org
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ




Hej, jeg ønskede at kende din pris.