নিউজ

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৫

সোনালী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় ২০২৪ সালের শিক্ষা বৃত্তি প্রদানের নিমিত্ত আগ্রহী দেশের দরিদ্র মেধাবী ( কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিমদের অগ্রাধিকার ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়/দ্বীপ/চর এলাকা) শিক্ষার্থীদের ১০,০০০/- (দশ হাজার) টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

আবেদনের সময়ঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ১০ অক্টোবর ২০২৫ তারিখে পর্যন্ত।

শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ

  1. ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  2. এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা /নাতি-নাতনিদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
  3. স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা /নাতি-নাতনিদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
  4. শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী /আদিবাসী শিক্ষার্থী/এতিম/ প্রতিবন্ধী শিক্ষার্থী / অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা / নাতি-নাতনি যাদের পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতিত) বেশী নয় তারাই আবেদন করতে পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

বৃত্তির পরিমাণঃ এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা।

 আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইট www.sonalibank.com.bd/csr এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্র সরবরাহ করতে হবেঃ

  1.  প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশসহ)
  2. বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ (প্রত্যয়ন পত্র )।
  3. একাডেমিক ট্রান্সক্রীপ্ট (মার্কশিট), এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি।
  4. জন্ম নিবন্ধন সনদ/এনআইডি এর সত্যায়িত কপি।
  5. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র।
  6. বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সনদ।
  7. প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি।

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পিডিএফ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.