
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
আবেদন শুরু: ২১ জানুয়ারী ২০২৫ থেকে
আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।
(আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে)
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ: অনিবার্য কারণে ২৪ মে ২০২৫ তারিখের পরিবর্তে ৩১ মে ২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আবেদন ফী: ৭০০ টাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা
| শাখা | এসএসসি জিপিএ | এইচএসসি জিপিএ | মোট জিপিএ |
| বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল ) | ২.৭৫ | ২.৫০ | ৬.০০ |
| ব্যবসায় শিক্ষা ও , HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স | ২.৫০ | ২.৫০ | ৫.৫০ |
| মানবিক | ২.৫০ | ২.৫০ | ৫.৫০ |
- বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড /উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩/২০২৪ সালের HSC/সমমান পরীক্ষায় এবং ২০২১/২০২২ সালের SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মানবিক, ব্যবসায় শিক্ষা, HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের HSC/সমমান ও SSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ সহ উভয় পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে।
- বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল ) শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের HSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫০ ও SSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৭৫ সহ উভয় পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ০১ (এক) ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার ৩৫।
বিজ্ঞান শাখা
| বিষয় | নাম্বার |
|---|---|
| বাংলা | ২০ |
| ইংরেজি | ২০ |
| বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান | ১০ |
| পদার্থ | ১৭ |
| রসায়ন | ১৭ |
| গণিত/ জীববিজ্ঞান | ১৬ |
| মোট | ১০০ |
মানবিক শাখা
| বিষয় | নাম্বার |
|---|---|
| বাংলা | ২৫ |
| ইংরেজি | ২৫ |
| বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান | ১০ |
| উচ্চ মাধ্যমিকে পঠিত বিষয়ের মধ্যে যেকোনো ৪ টি | ৪*১০= ৪০ |
| মোট | ১০০ |
ব্যবসায় শিক্ষা শাখা
| বিষয় | নাম্বার |
|---|---|
| বাংলা | ২৫ |
| ইংরেজি | ২৫ |
| বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান | ১০ |
| হিসাব বিজ্ঞান | ২০ |
| ব্যবসায় নীতি ও প্রয়োগ | ২০ |
| মোট | ১০০ |
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ পিডিএফ ডাউনলোড




৭ কলেজে মেয়েদের জন্য কোন্ কোন্ কলেজে আবাসিক ব্যবস্থা রয়েছে? দয়াক করে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
এ সাইটে পূর্ণাঙ্গ তথ্য পেয়েছি, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল কে।
মেয়েদের আবাসিক ব্যবস্থা ইডেন ছাড়া আর কোথায় রয়েছে?
৩ রা মে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে ভর্তি পরীক্ষা। যা ২৫ শে জানুয়ারি নির্ধারন করেছে।এখন আপনারা কি স্টুডেন্টের কথা চিন্তা করবেন না।