পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

GST গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমুহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আবেদন শুরুঃ আবেদনের সময়সীমা খুব শীঘ্রই প্রকাশিত হবে।
আবেদন শেষঃ 

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ

ইউনিটতারিখসময়
A ইউনিট (বিজ্ঞান)১০ এপ্রিল ২০২৬সকাল ১১টা – ১২টা
B ইউনিট (মানবিক)০৩ এপ্রিল ২০২৬সকাল ১১টা – ১২টা
C ইউনিট (বাণিজ্য)২৭ মার্চ ২০২৬সকাল ১১টা – ১২টা

GST ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা

ইউনিটSSC জিপিএHSC জিপিএমোট জিপিএ
C ইউনিট (বাণিজ্য)৩.০০৩.০০৬.৫০
B ইউনিট (মানবিক)৩.০০৩.০০৬.০০
A ইউনিট (বিজ্ঞান)৩.৫০৩.৫০৭.৫০

বিঃ দ্রঃ জিপিএ শর্ত কিছুটা কমতে পারে।

২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাঃ

  • A ইউনিট (বিজ্ঞান): বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ (৭.৫০) থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
  • B ইউনিট (মানবিক): মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
  • C ইউনিট (বাণিজ্য): বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
  • জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমুহের ভর্তি পরীক্ষার মানবন্টন

A ইউনিট (বিজ্ঞান)

বিষয়নম্বর
পদার্থ (আবশ্যিক)২৫
রসায়ন (আবশ্যিক)২৫
গণিত২৫
জীববিজ্ঞান২৫
বাংলা২৫
ইংরেজি২৫
মোট১০০
৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

B ইউনিট (মানবিক)

বিষয়নম্বর
বাংলা৩৫
ইংরেজি৩৫
সাধারণ জ্ঞান৩০
মোট১০০

C ইউনিট (বাণিজ্য)

বিষয়নম্বর
হিসাব বিজ্ঞান৩৫
ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
বাংলা১৫
ইংরেজি১৫
মোট১০০

প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার।

আবেদনের ওয়েবসাইটঃ gstadmission.ac.bd

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫

GST ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহঃ

  1. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  2. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  3. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  4. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
  5. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  6. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
  7. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  8. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  9. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  10. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  11. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  12. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিরাজগঞ্জ
  13. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর
  14. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  15. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
  16. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  17. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
  18. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
  19. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
  20. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম:

  1. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  2. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  3. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  4. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
  5. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  6. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
  7. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  8. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  9. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  10. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  11. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  12. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিরাজগঞ্জ
  13. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর
  14. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  15. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
  16. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  17. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
  18. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
  19. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

ওয়ান কমেন্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.