
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৫ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। শুভমান গিল এবং রিংকু সিংয়ের মূল স্কোয়াডে জায়গা না হলেও আছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে।
বিশ্বকাপে ভারত স্কোয়াড-
১. রোহিত শর্মা (অধিনায়ক)
২. ইয়াশভি জায়সাওয়াল
৩. বিরাট কোহলি
৪. সূর্যকুমার যাদব
৫. ঋষভ পান্ত
৬. সাঞ্জু স্যামসন
৭. হার্দিক পান্ডিয়া
৮. শিভাম দুবে
৯. রবীন্দ্র জাদেজা
১০. অক্ষর প্যাটেল
১১. কুলদীপ যাদব
১২. যুবেন্দ্র চাহাল
১৩. আর্শদীপ সিং
১৪. জসপ্রিত বুমরাহ
১৫. মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ –
১. শুভমান গিল
২. রিংকু সিং
৩. আভেষ খান
৪. খলিল আহমেদ।
টি টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড স্কোয়াড
ঘরে বসে বাসা খুঁজতে অথবা বাসা ভাড়ার বিজ্ঞাপন দিতে ভিজিট www.bdbasavara.com করুন ওয়েবসাইটে।