নিউজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ দিন মেয়াদী ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে

১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে দেওয়া হবে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা।

এই উদ্যোগের আওতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে দেশের সকল মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানের গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তির সুফল সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এবং ডিজিটাল অংশগ্রহণ বাড়াতেই এই ফ্রি ইন্টারনেট বিতরণ কর্মসূচি।

কবে ও কীভাবে পাওয়া যাবে?

  • তারিখ: ১৮ জুলাই ২০২৫
  • ব্যবহার করতে পারবেন: ৫ দিনব্যাপী
  • ডাটা পরিমাণ: ১ জিবি (সম্পূর্ণ ফ্রি)

ফ্রি ইন্টারনেট পেতে কোন অপারেটরে কী কোড ডায়াল করতে হবে?

মোবাইল অপারেটরফ্রি ইন্টারনেট পেতে ডায়াল করুন
গ্রামীণফোন (GP)*121*1807#
রবি (Robi)*4*1807#
বাংলালিংক (BL)*121*1807#
টেলিটক (Teletalk)*111*1807#

গ্রাহকদের মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করার পর, ফ্রি ডাটা তাদের একাউন্টে যুক্ত হবে। ইন্টারনেট প্যাক ব্যবহারের সময়কাল শুরু হবে অ্যাক্টিভেশনের সময় থেকে পরবর্তী ৫ দিন পর্যন্ত।কোনো চার্জ কাটা হবে না।

আরও দেখুন 13 FREE AI Courses for Beginners in 2025 With Certificates

বাসা খুঁজুন bdbasavara.com এ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.