
৭ কলেজের কলেজ ও বিষয় মনোনয়ন অর্থাৎ সাবজেক্ট চয়েসের রেজাল্ট ১৮ আগস্ট প্রকাশ করা হয়েছে। যারা কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন এবং যারা পান নাই তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো-
যারা প্রথম মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের করণীয়ঃ
যারা কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের যদি কলেজ/ বিষয় পছন্দ নাও হয়ে থাকে তারপরও সবার নির্ধারিত সময়ের মধ্যে ( ২৩ আগস্ট এর মধ্যে) ৩০০০ টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। না হলে ভর্তি বাতিল হয়ে যাবে। যাদের কলেজ/ বিষয় পছন্দ হবে আপনি যদি ওই কলেজ/ বিষয়ে পড়তে চান তাহলে আপনি “বিষয় পরিবর্তনে আগ্রহী নই” অপশনে ক্লিক করে মাইগ্রেশন অফ করে ৩০০০ টাকা পেমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন একবার মাইগ্রেশন অফ করলে পরে আর পরিবর্তন করার সুযোগ থাকবে না।
যাদের চয়েস লিস্টের প্রথম সাবজেক্ট আসছে তাদের যে কোনো একটা অপশন সিলেক্ট করে ৩০০০ টাকা পেমেন্ট করলেই হবে। চয়েস লিস্টের প্রথম সাবজেক্ট আসলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।
যারা মাইগ্রেশন অন রাখবেন তারা “আসন শূন্য সাপেক্ষ আমার পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তনে আগ্রহী” অপশন সিলেক্ট করে ৩০০০ টাকা পেমেন্ট করবেন। এই রেজাল্ট পরের মেরিট লিস্ট গুলোর সাথে প্রকাশ করবে। আপনার কাজ হলো যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন রেজাল্ট চেক করবেন যদি সাবজেক্ট পছন্দ হয় তাহলে মাইগ্রেশন অফ করবেন না হলে পরের মেরিট লিস্টে অটো মাইগ্রেশন হবে। এভাবে ৫ম মেরিট লিস্ট পর্যন্ত চলতে থাকবে। এর মধ্যে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। ৫ মেরিট লিস্ট প্রকাশের পর ভর্তির বাকি টাকা অনলাইনে জমা দিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
মাইগ্রেশন সবসময় চয়েস লিস্টের উপর দিকে হবে। আপনার যে সাবজেক্ট আসবে সিট খালি থাকা সাপেক্ষে এর উপরের যে কোনো সাবজেক্টই আসতে পারে। কলেজ সাবজেক্ট দুইটাই মাইগ্রেশন হবে।
যারা প্রথম মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পান নাই তাদের করণীয়ঃ
আপনাদের আপাতত কোনো কাজ নাই, কোনো টাকা জমা দিতে হবে না। পরের যে মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পাবে তখন নির্ধারিত সময়ের মধ্যে ৩০০০ টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর উপরের নিয়ম গুলাই প্রযোজ্য হবে।
এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে ইনবক্স করতে পারেনঃ 7 College Admission Help
কলেজ ও বিষয় মনোনয়ন প্রকাশ করা হলে ৭ কলেজের ভর্তির ওয়েবসাইটে গিয়ে লগইন করলে রেজাল্ট দেখতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ collegeadmission.eis.du.ac.bd