৭ কলেজভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (৭ কলেজ) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজ এর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদন শুরুঃ ০৩ আগস্ট ২০২৫ তারিখ থেকে
আবেদন শেষঃ ১০ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত।
( আবেদনের সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে)
আবেদন ফীঃ ৮০০ টাকা।

৭ কলেজের নাম:

  1. ঢাকা কলেজ
  2. ইডেন মহিলা কলেজ
  3. সরকারি তিতুমীর কলেজ
  4. সরকারি বাঙলা কলেজ
  5. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  6. কবি নজরুল সরকারি কলেজ
  7. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য। বাকি কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্যই।

৭ কলেজের প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড

৭ কলেজ ভর্তি পরীক্ষার তারিখ

ইউনিটতারিখসময়
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট২২ আগস্ট ২০২৫বিকাল ৩টা – ৪টা পর্যন্ত
বিজ্ঞান ইউনিট২৩ আগস্ট ২০২৫সকাল ১১ টা – ১২ টা পর্যন্ত
ব্যবসায় শিক্ষা ইউনিট২৩ আগস্ট ২০২৫বিকাল ৩টা – ৪টা পর্যন্ত

৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি যে ভাবে নিবেন

ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা

ইউনিটSSC+HSC জিপিএ
বিজ্ঞান ইউনিট৭.০০
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট৬.০০
ব্যবসায় শিক্ষা ইউনিট৬.৫০
বিজ্ঞান ইউনিট১) প্রার্থীকে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় অথবা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে অথবা বিজ্ঞান শাখায় IAL / A-Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
২) মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ হতে হবে। IGCSE O-Level এবং IAL / A- Level অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট১) প্রার্থীকে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের মানবিক শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শাখায় আলিম শাখায় অথবা IAL / A-Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
২) মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.০ হতে হবে। IGCSE O-Level এবং IAL / A- Level অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট১) প্রার্থীকে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা অথবা বিজনেস ম্যানেজমেন্ট শাখায় উচ্চমাধ্যমিক অথবা অথবা A-Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
২) মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ হতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম গ্রেট পয়েন্ট ৩.০০ থাকতে হবে। IGCSE O-Level এবং IAL / A- Level অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।

নোটঃ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে নূন্যতম জিপিএ এর কোনো নির্দেশনা নেই। অর্থাৎ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরিক্ষায় ( ৪র্থ বিষয় সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল ৭.০০ হলে বিজ্ঞান ইউনিটে, ৬.০০ হলে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবং ৬.৫০ হলে বাণিজ্য ইউনিটে পরিক্ষা দিতে পারবে। ৭ কলেজে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো শিক্ষার্থী চাইলে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পাস করার পর অন্য ইউনিটের বিষয় চয়েস দিতে পারবে।

সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন

বিজ্ঞান ইউনিট

বিষয়নম্বর
পদার্থ (আবশ্যিক)২৫
রসায়ন (আবশ্যিক)২৫
গণিত২৫
জীববিজ্ঞান২৫
বাংলা২৫
ইংরেজি২৫
৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট

বিষয়নম্বর
বাংলা২৫
ইংরেজি২৫
সাধারণ জ্ঞান৫০

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।

৭ কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
ফেসবুক পেজঃ 7 College Admission Help
ফেসবুক গ্রুপঃ 7 College Admission Help

ব্যবসায় শিক্ষা ইউনিট

বিষয়নম্বর
বাংলা (আবশ্যিক)২০
ইংরেজি (আবশ্যিক)২০
হিসাব বিজ্ঞান (আবশ্যিক)২০
ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আবশ্যিক)২০
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন / ফিনান্স, ব্যাংকিং ও বিমা ( যে কোন ১ টি)২০

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট ১০০ নম্বর থাকবে। জিপিএ প্রাপ্ত নম্বর ২০ অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ- কে ২ দিয়ে গুণ এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ২ দিয়ে গুণ করে।

আবেদনের ওয়েবসাইটঃ collegeadmission.eis.du.ac.bd
প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ dcuadmission.org

১৭ আগস্ট তারিখ থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২০ আগস্ট ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হবে।

আরও দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

২ Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.