
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন শুরুর তারিখঃ ২০ নভেম্বর ২০২৫ থেকে
আবেদনের শেষ তারিখঃ ০৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ
| ইউনিট | তারিখ |
|---|---|
| A ইউনিট (মানবিক) | ১৭ জানুয়ারী ২০২৬ |
| B ইউনিট (ব্যবসায় শিক্ষা) | ২৪ জানুয়ারী ২০২৬ |
| C ইউনিট ( বিজ্ঞান) | ১৬ জানুয়ারী ২০২৬ |
রাবি ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা
- ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি, A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
- বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে। তবে তাদের মার্কশিট থাকতে হবে। কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ উত্তীর্ণ শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
| বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। |
| মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তঃত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে। |
রাবি ভর্তি পরীক্ষার মানবন্টন
১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘন্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে। A ইউনিটের চারুকলা অনুষদের বিভাগসমূহ, নাট্যকলা ও সংগীত বিভাগ এবং C ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদের উত্তরপত্রে (OMR) তাদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। এছাড়া ইউনিট/ বিভাগ/ ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে।
A ইউনিট
( কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
| পরীক্ষার বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
| বাংলা | ৩৫ | ২৮ |
| ইংরেজি | ৩৫ | ২৮ |
| সাধারণ জ্ঞান | ৩০ | ২৪ |
| মোট | ১০০ | ৮০ |
B ইউনিট
( বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ)
বাণিজ্য গ্রুপ
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা | ১০ |
| ইংরেজি | ২৫ |
| ব্যাবসায় সংঘঠন ও বাবস্থাপনা | ২৫ |
| হিসাব বিজ্ঞান | ২৫ |
| ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণন | ১৫ |
| মোট | ১০০ |
অ-বাণিজ্য গ্রুপ ( বিজ্ঞান ও মানবিক)
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা | ১০ |
| ইংরেজি | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৫০ |
| আইসিটি | ১৫ |
| মোট | ১০০ |
C ইউনিট
( বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, প্রকৌশল অনুষদ, ভূ-বিজ্ঞান অনুষদ এবং ফিশারীজ অনুষদ)
বিজ্ঞান গ্রুপ
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
| পদার্থ (আবশ্যিক) | ২৫ | ৩১.২৫ |
| রসায়ন (আবশ্যিক) | ২৫ | ৩১.২৫ |
| আইসিটি (আবশ্যিক) | ৫ | ৬.২৫ |
| গণিত (ঐচ্ছিক) | ২৫* | ৩১.২৫* |
| জীববিদ্যা (ঐচ্ছিক) | ২৫* | ৩১.২৫* |
| জীববিদ্যা + গণিত (ঐচ্ছিক) | ১৩+১২* | ৩১.২৫* |
| মোট | ৮০ | ১০০ |
অ-বিজ্ঞান গ্রুপ (মানবিক, বাণিজ্য ইত্যাদি)
| পরীক্ষার বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
| বাংলা | ৩১.২৫ | ২৫ |
| ইংরেজি | ৩১.২৫ | ২৫ |
| সাধারণ জ্ঞান ভূগোল/মনোবিজ্ঞান | ৩৭.৫০ | ৩০ |
| মোট | ১০০ | ৮০ |
আবেদনের ওয়েবসাইটঃ admission.ru.ac.bd
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ



