চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি বিজ্ঞপ্তি, আবেদন এসএসসি পাসেই

বাংলাদেশ নৌবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৫
শেষ সময়: ৫ অক্টোবর ২০২৫

নৌবাহিনীতে নিয়োগকৃত পদসমূহ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

  • পদসংখ্যা: ২৮০ (পুরুষ)
  • যোগ্যতা: অন্যূন এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.৫০
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

২. রেগুলেটিং

  • পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)
  • যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.০০
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৭২.৫ সেমি, মহিলা ১৬০.০২ সেমি

৩. রাইটার

  • পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)
  • যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.০০
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৪. স্টোর

  • পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)
  • যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.০০
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৫. মিউজিশিয়ান

  • পদসংখ্যা: ৮ (পুরুষ)
  • যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.০০
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

৬. মেডিকেল

  • পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)
  • যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.৫০
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৭. কুক

  • পদসংখ্যা: ২৫ (পুরুষ)
  • যোগ্যতা: এসএসসি/সমমান পাস, জিপিএ ন্যূনতম ২.৫০
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

৮. স্টুয়ার্ড

  • পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)
  • যোগ্যতা: এসএসসি/সমমান পাস, জিপিএ ন্যূনতম ২.৫০
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৯. টোপাস

  • পদসংখ্যা: ১৫ (পুরুষ)
  • যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

১০. এমওডিসি (নৌ)

  • পদসংখ্যা: ৮ (পুরুষ)
  • যোগ্যতা: এসএসসি/সমমান পাস, জিপিএ ন্যূনতম ৩.০০
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

বয়সসীমা

  • নাবিক: ১৭–২০ বছর
  • এমওডিসি (নৌ): ১৭–২২ বছর (১ জানুয়ারি ২০২৬ তারিখে গণ্য হবে)

অন্যান্য শর্তাবলি

  • সাঁতার জানা বাধ্যতামূলক
  • অবিবাহিত হতে হবে (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)
  • চাকরিরত প্রার্থীদের ছাড়পত্র আবশ্যক

আরও দেখুন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)


বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন-

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.