নিউজ

দেখে নিন ৭ কলেজের পরীক্ষার কেন্দ্রে কোথায় থেকে কি ভাবে আসবেন

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (৭ কলেজ) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা ২২ আগস্ট ২০২৫ বিকাল ৩টা – ৪টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট ২০২৫ সকাল ১১ টা – ১২ টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিট এর ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট ২০২৫ বিকাল ৩টা – ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঢাকায় আসবেন। কিন্তু অনেকেই জানেন না কি ভাবে পরীক্ষার কেন্দ্রে আসবেন। চলুন দেখে নেওয়া যাক ৭ কলেজের পরীক্ষার কেন্দ্রে কোথায় থেকে কি ভাবে আসবেন।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজে যে ভাবে আসবেন

যারা ট্রেনে আসবেন তারা কমলাপুর ষ্টেশনে নামবের। ঢাকা কলেজে যাদের সিট পরেছে তারা ষ্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হবেন এরপর বাহন বা মিডলাইন বাসে উঠবেন, সাইন্স ল্যাব নামবেন সেখানে কাউকে বললে ঢাকা কলেজ দেখাই দিবে। অথবা কমলাপুর ষ্টেশনে নেমে সরাসরি রিকশা নিয়েও যাইতে পারেন।

ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজে যাদের সিট পরেছে তারা ষ্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হবেন এরপর যে কোনো বাসে গুলিস্থান আসবেন। গুলিস্থান মাজারের ওইখান থেকে আজিমপুর বা নিউমার্কেটের লেগুনায় উঠে কলেজের নাম বললে কলেজের সামনে নামাই দিবে। অথবা কমলাপুর ষ্টেশনে নেমে সরাসরি রিকশা নিয়েও যাইতে পারেন।

সদরঘাট থেকে যারা যাবেন ঢাকা কলেজে যাদের সিট পরেছে তারা সাভার পরিবহন বাসে উঠবেন, এরপর সাইন্স ল্যাব নামবেন সেখানে কাউকে বললে ঢাকা কলেজ দেখাই দিবে। অথবা সরাসরি রিকশা নিয়েও যাইতে পারেন।

ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজে যাদের সিট পরেছে তারা যে কোনো বাসে গুলিস্থান আসবেন। গুলিস্থান মাজারের ওইখান থেকে আজিমপুর বা নিউমার্কেটের লেগুনায় উঠে কলেজের নাম বললে কলেজের সামনে নামাই দিবে। অথবা সরাসরি রিকশা নিয়েও যাইতে পারেন।

চন্দ্রা, সাভার, গাবতলি ঐ রোডে যারা আসবেন তারা ঠিকানা, মমিতা, ডি লিংক বাসে উঠবেন। ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজে যার যে কলেজে সিট পরছে নাম বললেই কলেজের সামনে নামাই দিবে।

গাজীপুর, টুঙ্গি, এয়ারপোর্ট ওইদিক থেকে যারা আসবেন তারা ভিআইপি, বিকাশ বাসে উঠবেন ইডেন কলেজ ও ঢাকা কলেজে যাদের সিট পরছে তারা কলেজের নাম বললে নামাই দিবে আর বদরুন্নেসা কলেজে যাদের সিট পরেছে তারা আজিমপুর নেমে রিকশা বা বাসে অথবা হেটেও বদরুন্নেসা কলেজে যাইতে পারেন।

নারায়ণগঞ্জ, সায়দাবাদ, যাত্রাবাড়ী এইদিক থেকে যারা আসবেন তারা গুলিস্থান এসে উপরে যে ভাবে বলা আছে অইভাবে যাইতে পারেন। অথবা ওইদিক থেকে নিউমার্কেটের বাস পাইলে সরাসরি আসতে পারেন।

আর অন্যান্য এরিয়া থেকে যারা আসবেন তারা গুলিস্থান অথবা নিউমার্কেট আসবেন। ইডেন কলেজ ও ঢাকা কলেজ নিউমার্কেটের পাশাপাশি। আর বদরুন্নেসা কলেজ ওইখান থেকে বাসে বা রিকশা নিয়ে যাইতে পারেন। গুলিস্থান থেকে কি ভাবে যাবেন সেটা পূর্বেই বলেছি।

৭ কলেজের প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড

কবি নজরুল কলেজে, সোহরাওয়ার্দী কলেজে যে ভাবে আসবেন

যারা ট্রেনে আসবেন তারা কমলাপুর ষ্টেশনে নামবের। ষ্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হবেন এরপর যে কোনো বাসে গুলিস্থান আসবেন, গুলিস্থান থেকে সদরঘাটের যে কোনো বাসে উঠলে কবি নজরুল কলেজের সামনে নামাই দিবে। সেখান থেকে সোহরাওয়ার্দী কলেজে হেটে ৩/৪ মিনিটের রাস্তা। অথবা সরাসরি রিকশা নিয়েও যাইতে পারেন।

আর যারা লঞ্চে আসবেন তারা সদরঘাট থেকে নামলেই কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ কাছাকাছি। হেটেও জেতে পারেন অথবা রিকশা নিয়েও যাইতে পারেন।

চন্দ্রা, সাভার, গাবতলি ঐ রোডে যারা আসবেন তারা সাভার পরিবহণ বাসে উঠবেন কবি নজরুল কলেজের সামনে নামাই দিবে। সেখান থেকে সোহরাওয়ার্দী কলেজে হেটে ৩/৪ মিনিটের রাস্তা।

গাজীপুর, টুঙ্গি, এয়ারপোর্ট, মহাখালী ওইদিক থেকে যারা আসবেন তারা আজমেরি গ্লরি অথবা ভিক্টর ক্লাসিক বাসে উঠবেন কবি নজরুল কলেজের সামনে নামাই দিবে। সেখান থেকে সোহরাওয়ার্দী কলেজে হেটে ৩/৪ মিনিটের রাস্তা।

নারায়ণগঞ্জ, সায়দাবাদ, যাত্রাবাড়ী এইদিক থেকে যারা আসবেন তারা গুলিস্থান এসে সদরঘাটের যে কোনো বাসে উঠলে কলেজের সামনে নামাই দিবে অথবা যাত্রাবাড়ী থেকে সদরঘাটের বাস আসে ঐ বাসে আসলেও কলেজের সামনে নামাই দিবে।

আর অন্যান্য এরিয়া থেকে যারা আসবেন তারা সদরঘাটের বাস পাইলে সরাসরি আসতে পারেন অথবা আগে গুলিস্থান আসবেন সেখান থেকে সদরঘাটের যে কোনো বাসে উঠলে কলেজের সামনে নামাই দিবে।

তিতুমীর কলেজে যে ভাবে আসবেন

যারা ট্রেনে আসবেন তারা এয়ারপোর্ট ষ্টেশনে নামবের। সেখান থেকে বের হয়ে মহাখালীর যে কোনো বাসে উঠে মহাখালী কাচা বাজার নামবেন। সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।

আর যারা লঞ্চে আসবেন তারা সদরঘাট থেকে আজমেরি গ্লরি বাসে উঠে মহাখালী কাচা বাজার নামবেন। সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।

চন্দ্রা, সাভার, গাবতলি ঐ রোডে যারা আসবেন তারা মহাখালীর যে কোনো বাসে উঠে মহাখালী কাচা বাজার নামবেন। সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।

গাজীপুর, টুঙ্গি, এয়ারপোর্ট ওইদিক থেকে যারা আসবেন তারা মহাখালীর যে কোনো বাসে উঠে মহাখালী কাচা বাজার নামবেন। সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।

নারায়ণগঞ্জ, সায়দাবাদ, যাত্রাবাড়ী এইদিক থেকে যারা আসবেন তারা গুলিস্থান এসে মহাখালীর যে কোনো বাসে উঠে মহাখালী কাচা বাজার নামবেন। অথবা সরাসরি মহাখালীর বাস পাইলে চলে আসবেন।

আর অন্যান্য এরিয়া থেকে যারা আসবেন তারা মহাখালীর বাস স্ট্যান্ড অথবা মহাখালী কাচা বাজার আসবেন ওইখান থেকে তিতুমীর কলেজ কাছেই।

বাঙলা কলেজে যে ভাবে আসবেন

যারা ট্রেনে আসবেন তারা এয়ারপোর্ট ষ্টেশনে নামবের। সেখান থেকে বের হয়ে প্রজাপতি অথবা পরিস্থান বাসে উঠবেন। বাঙলা কলেজের নাম বললেই কলেজের সামনে নামাই দিবে।

আর যারা লঞ্চে আসবেন তারা সদরঘাট থেকে তানজিল বাসে উঠবেন। বাঙলা কলেজের নাম বললেই কলেজের সামনে নামাই দিবে।

চন্দ্রা, সাভার, গাবতলি ঐ রোডে যারা আসবেন তারা টেকনিকাল নামবেন। সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।, ইতিহাস বাসে উঠলে কলেজের সামনে নামাই দিবে অথবা গাবতলির যে কোনো বাসে এসে গাবতলি নেমে সেখান থেকেও আসতে পারেন।

গাজীপুর, টুঙ্গি, এয়ারপোর্ট ওইদিক থেকে যারা আসবেন তারা বাসমতি ট্রান্সপোর্ট, প্রজাপতি অথবা পরিস্থান বাসে উঠবেন। বাঙলা কলেজের নাম বললেই কলেজের সামনে নামাই দিবে।

নারায়ণগঞ্জ, সায়দাবাদ, যাত্রাবাড়ী এইদিক থেকে যারা আসবেন তারা গুলিস্থান এসে তানজিল অথবা দিশারী বাসে উঠলে কলেজের সামনে নামাই দিবে। অথবা সরাসরি গাবতলির যে কোনো বাস পাইলে উঠে যাবেন টেকনিকাল নামবেন সেখান থেকে হেটে কলেজ ৪/৫ মিনিট।

আর অন্যান্য এরিয়া থেকে যারা আসবেন তারা গাবতলি অথবা মিরপুর ১/১০ আসবেন সেখান থেকে রিকশা অথবা বাসে কলেজ যাইতে পারবেন কাছেই।

এরপরও কেউ কিভাবে আসবেন বুজতে না পারলে অথবা আসতে কোনো সমস্যা হলে আমাদের ৭ কলেজের 7 College Admission Help পেজে ইনবক্স করুন অথবা হেল্প গ্রুপে 7 College Admission Help পোস্ট করুন।

প্রবেশপত্র ডাউনলোড ও আসন বিন্যাস দেখার নতুন ওয়েবসাইট- dcuadmission.org

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.