৭ কলেজভর্তি

দেখে নিন ৭ কলেজের কোন সাবজেক্ট পেতে হলে কতো নাম্বার পেতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত ৭ কলেজের তিন ইউনিট মিলিয়ে ১ লাখ+ শিক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে ২১৫০০ জনের মতো শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পাবে। সুতরাং বলাই যায় সাত কলেজে চান্স পাওয়া এতটাও সহজ নয়।

৭ কলেজের প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড

কত নাম্বার পেলে আমি ৭ কলেজের যে কোনো কলেজে একটা সাবজেক্ট পাবো?

কত নাম্বার পেলে আপনি একটা সাবজেক্ট পাবেনই এই ব্যাপারে একদম সিওর ভাবে বলবো না কারন প্রতি বছরই এটা পরিবর্তন হয় তবে এই ব্যাপারে আপনাকে ধারনা দেইঃ

যারা ভর্তি পরীক্ষায় পাস করবে অর্থাৎ ৪০ নাম্বার (জিপিএ বাদে) পাবে তারা সবাই কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে পারবে তবে সবাই সাবজেক্ট পাবে না। সাবজেক্ট পাওয়া টা নির্ভর করবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনার সিরিয়াল কতো আসছে সেটার উপর।

বিজ্ঞান ইউনিট থেকে ১২ হাজার, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট থেকে ১১ হাজার এবং বানিজ্য ইউনিট থেকে ৫ হাজারের মধ্যে যাদের সিরিয়াল থাকবে তারা সাবজেক্ট পাবেন। এর পরের সিরিয়ালের ১০০০ সাবজেক্ট পেতেও পারে নাও পেতে পারে সিওর না। ( কম বেশি হতে পারে)

এখন আপনি ভর্তি পরীক্ষায় যত নাম্বারই পান আপনাকে এই সিরিয়ালের মধ্যে থাকতে হবে। যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হয় তাহলে সবারই পরীক্ষা ভালো হবে আর সবাই ভালো নাম্বার পাবে সে ক্ষেত্রে আপনাকেও বেশি নাম্বার পেতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি যে ভাবে নিবেন

পছন্দের সাবজেক্ট পেতে হলে ভর্তি পরীক্ষায় ঐ বিষয়ে কতো নাম্বার পেতে হবে?

সকল ইউনিটের ক্ষেত্রে ১ম শর্ত হল আপনাকে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে অর্থাৎ ৪০ নাম্বার পেতে হবে।

বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্যঃ

৭ কলেজের

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্যঃ

১। যারা বাংলা অথবা ইংরেজী বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক ভর্তি পরীক্ষায় তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।
২। পরিসংখ্যান ও গণিত বিষয়ে ভর্তির জন্য এইচএসসি পর্যায়ে গণিত থাকতে হবে।
৩। অর্থনীতি বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগের ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে গণিত/অর্থনীতি থাকতে হবে।
৪। ইসলামিক স্টাডিজ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকতে হবে।
৫। আরবি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

বাকি সাবজেক্ট গুলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শর্ত নেই।

ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্যঃ

১। যারা বাংলা অথবা ইংরেজী বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক ভর্তি পরীক্ষায় তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।
২। পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য এইচএসসি পর্যায়ে গণিত থাকতে হবে।
৩। ইসলামিক স্টাডিজ/ আরবি বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকতে হবে।

বাকি সাবজেক্ট গুলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শর্ত নেই।

৭ কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
ফেসবুক পেজঃ 7 College Admission Help
ফেসবুক গ্রুপঃ 7 College Admission Help

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.