
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজ) ১ম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের যদি কলেজ/ বিষয় পছন্দ নাও হয়ে থাকে তারপরও সবার নির্ধারিত সময়ের মধ্যে ( ২৮ সেপ্টেম্বর রাত ৮ টার মধ্যে) ৬৫০০ টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। না হলে ভর্তি বাতিল হয়ে যাবে। যাদের কলেজ/ বিষয় পছন্দ হবে আপনি যদি ওই কলেজ/ বিষয়ে পড়তে চান তাহলে আপনি মাইগ্রেশন অফ করে দিবেন। একটা কথা মনে রাখবেন একবার মাইগ্রেশন অফ করলে পরে আর পরিবর্তন করার সুযোগ থাকবে না।
চয়েস লিস্টের প্রথম সাবজেক্ট আসলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।
যারা মাইগ্রেশন অন রাখবেন তাদের রেজাল্ট পরের মেরিট লিস্ট গুলোর সাথে প্রকাশ করবে। আপনার কাজ হলো যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন রেজাল্ট চেক করবেন যদি সাবজেক্ট পছন্দ হয় তাহলে মাইগ্রেশন অফ করবেন না হলে পরের মেরিট লিস্টে অটো মাইগ্রেশন হবে।
মাইগ্রেশন সবসময় চয়েস লিস্টের উপর দিকে হবে। আপনার যে সাবজেক্ট আসবে সিট খালি থাকা সাপেক্ষে এর উপরের যে কোনো সাবজেক্টই আসতে পারে। কলেজ সাবজেক্ট দুইটাই মাইগ্রেশন হবে।
যারা প্রথম মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পান নাই তাদের কোনো টাকা জমা দিতে হবে না। পরের যে মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পাবে তখন নির্ধারিত সময়ের মধ্যে ৬৫০০ টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর উপরের নিয়ম গুলাই প্রযোজ্য হবে।
৩য় মেরিট লিস্ট প্রকাশের পর ( ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে) ১ম, ২য়, ৩য় মেরিট লিস্টে মানে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীদের যে কলেজ ও বিষয় মনোনয়ন পাবে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
টাকা পরিশোধের ওয়েবসাইট- billpay.sonalibank.com.bd
যেভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির টাকা পরিশোধ করবেন
আরও দেখুন সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৫



