জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয়তারিখ
অনলাইনে আবেদন শুরু১৬ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল ৪টা)
অনলাইনে আবেদন শেষ১৫ অক্টোবর ২০২৫ (রাত ১২টা)
আবেদন ফি জমার শেষ তারিখ১৯ অক্টোবর ২০২৫
কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়নের শেষ তারিখ২১ অক্টোবর ২০২৫
ক্লাস শুরু১৩ নভেম্বর ২০২৫

ডিগ্রি আবেদনের যোগ্যতা

  • এসএসসি/সমমান: ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে উত্তীর্ণ।
  • এইচএসসি/সমমান: ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে উত্তীর্ণ। (ন্যূনতম জিপিএ এর কোনো নির্দেশনা নেই)
  • কারিগরি বোর্ড থেকে ভোকেশনাল/বিজনেস ম্যানেজমেন্ট/ডিপ্লোমা-ইন-কমার্স পাশ শিক্ষার্থীরা উপরের সর্তসাপেক্ষ আবেদন করতে পারবে।
  • ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি বা ইমেইলে (degpassnu@gmail.com) আবেদন করতে হবে। তাদের আবেদনপত্রের সাথে সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ অথবা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে, সেই শিক্ষার্থীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। তবে, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক নতুন করে আবেদন করা যাবে।

তিন বছর মেয়াদী ডিগ্রি (পাস) কোর্সসমূহ

  1. ব্যাচেলর অব আর্টস [বিএ (পাস)]
  2. ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স [বিএসএস (পাস)]
  3. ব্যাচেলর অব সায়েন্স [বিএসসি (পাস)]
  4. ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ [বিবিএস (পাস) ]
  5. ব্যাচেলর অব মিউজিক [বি মিউজিক (পাস)]
  6. ব্যাচেলর অব স্পোর্টস [বি স্পোর্টস (পাস)]
  7. বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি (পাস)

আবেদন প্রক্রিয়া

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ গিয়ে   ‘Degree Pass Tab’-এ গিয়ে ‘Apply Now (Degree Pass)’ অপশনে ক্লিক করে ফরম পূরণ।
২. লিঙ্গ যাচাই ও প্রয়োজনীয় সংশোধন করুন ( যদি ভুল থাকে)।
৩. আপনার ভর্তিযোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবেন । আপনার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যেকোনো কলেজ নির্বাচন করলে সেই কলেজের ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তিযোগ্য কোর্সসমূহ এবং আসন সংখ্যা দেখতে পাবেন। এই তালিকা থেকে সতর্কতার সাথে আপনার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করুন।
৪. প্রযোজ্য ক্ষেত্রে কোটা নির্বাচন করুন।
৫. ছবি আপলোড (১২০x১৫০ পিক্সেল, JPG, সর্বোচ্চ ৫০ KB)।
৬. সঠিক ছবি ও তথ্যসহ ছক পূরণ করে ‘Submit Application’ অপশনে ক্লিক করুন। Application ID ও PIN সংগ্রহ করুন।
৭. ফরম বাতিল ও সংশোধন (যদি প্রয়োজন হয়)।
৮. পূরণকৃত আবেদন ফরম এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৪০০/- (চারশত) টাকা সংশ্লিষ্ট কলেজে (যে কলেজ আবেদন করবেন কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে । কলেজ যখন আপনার আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে, তখন আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে। যদি SMS না পান, তবে বুঝতে হবে আপনার আবেদন ফরম নিশ্চয়ন হয়নি এবং সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীর মেধা তালিকা প্রণয়ন করা হবে না

আরও দেখুন ফ্রী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে যুব উন্নয়ন অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.