পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদন শুরুঃ ০৭ নভেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষঃ ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

১। ২০২২ অথবা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। A ও B ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
৩।  বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত ( জিপিএ):

A ইউনিট

  • প্রার্থীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮ ০০ হতে হবে।
  • GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

B ইউনিট

  • প্রার্থীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮ ০০ হতে হবে।
  • প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত পদার্থবিজ্ঞান এবং ইংরেজীতে বিষয়ে পৃথক ভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে গড়ে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A -Level পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথক ভাবে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

C ইউনিট

  • ভর্তিচ্ছু প্রার্থীকে যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
  • GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে গড়ে C গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A -Level পরীক্ষায় কমপক্ষে ২ টি বিষয়ে C গ্রেড পেয়ে পাশ করতে হবে।

D ইউনিট

  • প্রার্থীর যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে।
  • প্রার্থীর GCE/O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং GCE A-Level লেভেল পরীক্ষায় ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

Aইউনিটতারিখ
C – (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল)১৮ ডিসেম্বর ২০২৫
D – (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল)১৮ ডিসেম্বর ২০২৫
A – (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল)১৯ ডিসেম্বর ২০২৫
B – (জীব বিজ্ঞান স্কুল)১৯ ডিসেম্বর ২০২৫

A, B, C ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে। D ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

আবেদনের ওয়েবসাইটঃ apply.ku.ac.bd

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬

ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত পিডিএফ দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.