নিউজ

এইচএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে শাহ্জালাল ইসলামী ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৪ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ, বর্তমানে স্নাতক/সমানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে। আগ্রহী শিক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সরাসরি, ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বৃত্তিতে টাকার পরিমাণ:
মাসিক ২৫০০ টাকা হারে ৩ থেকে ৫ বছর। এক কালিন ৬০০০ (তথ্য ২০২৩ অনুযায়ী)
সর্বসাকুল্যে মোট পরিমাণ: ১ লাখ ৫০ হাজার টাকা প্রায়( প্রত্যেক শিক্ষার্থী) পাবে।

শিক্ষাবৃত্তি আবেদনের যোগ্যতা

বিভাগবিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে
বিজ্ঞান বিভাগজিপিএ- ৫.০০জিপিএ- ৪.৮০
অন্যান্য বিভাগজিপিএ- ৪.৮০জিপিএ- ৪.৫০

আবেদনের শর্ত

  • প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
  • যেসব আবেদনকারীর পিতা/মাতার/অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
  • ওপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন পত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে

  1. আবেদনকারীর ৩ কপি এবং পিতা/মাতা অথবা অভিভাবকের ১ কপি সদ্য তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে।
  2. এসএসসি ও এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি।
  3. এসএসসি পাশের টেস্টমোনিয়াল-এর সত্যায়িত ফটোকপি।
  4. এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
  5.  ছাত্র/ ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত ষ্টুডেন্ট আইডি কার্ড/প্রত্যয়নপত্র এবং ভর্তির রশীদের সত্যায়িত ফটোকপি।
  6. ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড)-এর ফটোকপি।
  7. ছাত্র-ছাত্রীর পিতা, মাতা অথবা অভিভাবক চাকুরীরত থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটেড অফিসার, ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূলকপি।
  8. সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল, ফোন নম্বর এবং ই-মেইল ফরম-এ উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।

যেভাবে আবেদন করবেন

আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে সংগ্রহ করা যাবে। এরপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নলিখিত ঠিকানায় সরাসরি/ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।

ঠিকানাঃ হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নম্বর ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২

আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন-

শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

আরও দেখুন পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ। এইচএসসি পাশেই আবেদন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.