৭ কলেজভর্তি

৭ কলেজের ২য় মেরিট ও ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ || শিক্ষার্থীদের করনীয়

যারা ২য় মেরিট লিস্টে কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের জন্য

যারা ২য় মেরিট লিস্টে কলেজ ও বিষয় মনোনয়ন পেয়েছেন তাদের আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে ভর্তির আগাম ৩০০০ টাকা পরিশোধ করতে হবে। যদি কলেজ/ বিষয় পছন্দ নাও হয়ে থাকে তারপরও নির্ধারিত সময়ের মধ্যে ( ০৮ সেপ্টেম্বরের মধ্যে) ৩০০০ টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। না হলে ভর্তি বাতিল হয়ে যাবে।

যাদের কলেজ/ বিষয় পছন্দ হবে আপনি যদি ওই কলেজ/ বিষয়ে পড়তে চান তাহলে আপনি “বিষয় পরিবর্তনে আগ্রহী নই” অপশনে ক্লিক করে মাইগ্রেশন অফ করে ৩০০০ টাকা পেমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন একবার মাইগ্রেশন অফ করলে পরে আর পরিবর্তন করার সুযোগ থাকবে না।

যারা মাইগ্রেশন অন রাখবেন তারা “আসন শূন্য সাপেক্ষ আমার পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তনে আগ্রহী” অপশন সিলেক্ট করে ৩০০০ টাকা পেমেন্ট করবেন। এই রেজাল্ট পরের মেরিট লিস্ট গুলোর সাথে প্রকাশ করবে।

যাদের মাইগ্রেশনে কলেজ ও বিষয় পরিবর্তন হয়েছে তাদের জন্য

যদি আপনার কলেজ ও বিষয় পছন্দ হয়ে থাকে এবং অটো মাইগ্রেশন অফ করতে চান তাহলে ৫০ টাকা ফী দিয়ে মাইগ্রেশন বন্ধ করতে পারেন। মাইগ্রেশন একবার অফ করলে পরবর্তীতে অন করার আর কোনো সুযোগ নেই।

যদি অটো মাইগ্রেশন অন রাখতে চান তাহলে আপনাকে আর কিছু করতে হবে না।

চয়েস লিস্টের প্রথম সাবজেক্ট আসলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। মাইগ্রেশন সবসময় চয়েস লিস্টের উপর দিকে হবে। আপনার যে সাবজেক্ট আসবে সিট খালি থাকা সাপেক্ষে এর উপরের যে কোনো সাবজেক্টই আসতে পারে। কলেজ সাবজেক্ট দুইটাই মাইগ্রেশন হবে।

যারা কলেজ ও বিষয় মনোনয়ন পান নাই আপনাদের আপাতত কোনো কাজ নাই, কোনো টাকা জমা দিতে হবে না। পরের যে মেরিটে কলেজ ও বিষয় মনোনয়ন পাবে তখন নির্ধারিত সময়ের মধ্যে ৩০০০ টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে ইনবক্স করতে পারেনঃ 7 College Admission Help 

কলেজ ও বিষয় মনোনয়ন প্রকাশ করা হলে ৭ কলেজের ভর্তির ওয়েবসাইটে গিয়ে লগইন করলে রেজাল্ট দেখতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ collegeadmission.eis.du.ac.bd

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.